বর্ণালী (Bornali) কাকে বলে ? কত প্রকার - এবং বর্ণালীর ভাগসমূহ সম্পূর্ণ বিস্তারিত
বর্ণালী :- Bornali
বিভিন্ন বর্ণের অর্থাৎ, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর সমাহারকে বর্ণালী বলে।
বর্ণালীর বিভিন্ন ভাগ :
বর্ণালীকে ৭টি ভাগে ভাগ করা যায়। যেমন :-
০১. গামা- রশ্মি (10-5-10-3nm).
০৩. অতিবেগুনি রশ্মি (10-380nm).
০৪. দৃশ্যমান রশ্মি (380-780nm).
০৫. অবলোহিত রশ্মি (780-106nm).
বর্ণালী (Bornali) ২প্রকার। যথা :-
০১. শোষণ বর্ণালী বা অন্ধকার বর্ণালী।
০২. বিকিরণ বর্ণালী বা উজ্জল বর্ণালী।
শোষণ বর্ণালী (absorption spectrum)বা অন্ধকার বর্ণালী :-
যখন কোন ইলেকট্রন নিম্ন শক্তিস্তর হতে শক্তি শোষণ করে লাভ দিয়ে উচ্চ শক্তি স্তরে গমন করে,তখন যে বর্ণালীর সৃষ্টি হয়, তাকে শোষণ বর্ণালী অন্ধকার বর্ণালী বলে ।
বিকিরণ বর্ণালী(radiation spectrum)বা উজ্জল বর্ণালী :-
যখন কোন ইলেকট্রন উচ্চশক্তির স্তর হতে শক্তি বিকিরণ করে লাভ দিয়ে নিম্ন শক্তিস্তরে চলে আসে,তখন যে বর্ণালীর সৃষ্টি হয়,তাকে বিকিরণ বর্নালী বা উজ্জল বর্নালী বলে।
1p, 2d, 3f, 3p সম্ভব কিনা ? উদাহরণ সহ ব্যাখ্যা
অরবিট ও অরবিটাল কাকে বলে-এবং এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা
আউফবাউ নীতি - পলির বর্জন নীতি - হুন্ডের নীতি সম্পূর্ণ ব্যাখ্যা