November 27, 2022

বিশ্বকাপ 2022-সাধারণ জ্ঞান-সমস্ত তথ্য একসাথে | Fifa World Cup - 2022-Basic Knowledge

বিশ্বকাপ ফুটবল ২০২২

বিশ্বকাপ ফুটবল মানেই এক বৈশ্বিক মেলবন্ধন। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ২০ নভেম্বর ২০২২ মরুর দেশ কাতারে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠে।

  • স্বাগতিক : কাতার |
  • সময়কাল: ২০ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২।
  • দল : ৩২।
  • ভেন্যু : ৮টি (৫টি শহরে) ।
  • ম্যাচ : ৬৪টি।
  • থিম সং: Hayya Hayya (Better Together); কণ্ঠশিল্পী : আয়েশা (কাতার), ডাভিদো (নাইজেরিয়া) ও ত্রিনিদাদ কার্ডোনা (যুক্তরাষ্ট্র)। মাসকট : La'eeb |
  • বল : আল রিহলা (Al Rihla)।

বিশ্বকাপের ৮ গ্রুপ

A.কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস

B.ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র ও ওয়েলস

C.আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড

D.ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া

E.স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা

F.বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া

G.ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন HD পর্তুগাল, ঘানা,  উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া

ব্যয়বহুল বিশ্বকাপ

প্রথাগত জুন-জুলাইয়ের বাইরে ও মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ হওয়ায় এবারের আসর নিয়ে আলোচনা অনেক বেশি। খরচের হিসাব তো চোখ কপালে তোলার মতো। অত্যাধুনিক প্রযুক্তির স্টেডিয়াম-অবকাঠামো নির্মাণ, বিলাসবহুল হোটেলে আবাসন ব্যবস্থা, দলগুলোর অনুশীলন, ম্যাচ আয়োজন, নিরাপত্তা, করোনা নিয়ন্ত্রণ—এমন নানা দিক মিলিয়ে খরচ হবে ২২,৬৪,০০০ কোটি টাকা। আগের ২১ বিশ্বকাপ আয়োজনেও এত খরচ হয়নি।

বিশ্বকাপ---সাল--- খরচ(কোটি টাকা)

কাতার ---২০২২ ---- ২২,৬৪,০০০

ব্রাজিল---- ২০১৪ ----১,৫৪,০০০

রাশিয়া ---- ২০১৮ ----১,১৮,০০০

গুরুত্বপূর্ণ ম্যাচ

1.উদ্বোধনী ম্যাচ :

  1. ২০ নভেম্বর । আল-বায়েত স্টেডিয়াম ।

2.কোয়ার্টার ফাইনাল

  1. ৯ডিসেম্বর ।এডুকেশন সিটি স্টেডিয়াম ও লুসাইল আইকনিক স্টেডিয়াম ।
  2. ১০ ডিসেম্বর । আল-বায়েত স্টেডিয়াম ও আল-তুমামা স্টেডিয়াম ।

3.সেমিফাইনাল

A.১৩ ডিসেম্বর । লুসাইল আইকনিক স্টেডিয়াম ।

B.১৪ ডিসেম্বর | আল-বায়েত স্টেডিয়াম ।

4.তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

A.১৭ ডিসেম্বর । খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম।

5.ফাইনাল

  1. ১৮ ডিসেম্বর । লুসাইল আইকনিক স্টেডিয়াম ।

প্রথম নারী রেফারি

এবারের বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নিয়োগ দেওয়া হয় । এদের মধ্যে ৩ জন নারী রেফারি ও ৩ জন সহকারী নারী। তিনজন মূল রেফারি হলেন—ফ্রান্সের রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োসিমি ইয়ামাশিতা।

হ্যান্ড অব গড জার্সি

২ অক্টোবর ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে দোহাভিত্তিক কাতার অলিম্পিক ও স্পোর্টস জাদুঘরে এক প্রদর্শনী চালু হয়। সেই প্রদর্শনীতে দেখানো হয় আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড' জার্সিটি । প্রদর্শনী ১ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে। এই জার্সি পরেই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে ‘হাত দিয়ে’ গোল করে ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনার জন্ম দেন- ম্যারাডোনা। যা ‘হ্যান্ড অব গড’ গোল নামেও পরিচিত। ‘হ্যান্ড অব গড' জার্সিটি ঐ ম্যাচ শেষে ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে অদলবদল করেন। ২০০২ সাল থেকে যা ইংল্যান্ডের জাতীয় জাদুঘরে ছিল। ২০২২ সালের এপ্রিলে জার্সিটি নিলামে ১৮৯,৩০,০০০ মার্কিন ডলারে বিক্রি করা হয়।

শেষ বিশ্বকাপ যাদের

Read more...