বিশ্বকাপ 2022-সাধারণ জ্ঞান-সমস্ত তথ্য একসাথে | Fifa World Cup - 2022-Basic Knowledge
বিশ্বকাপ ফুটবল ২০২২
বিশ্বকাপ ফুটবল মানেই এক বৈশ্বিক মেলবন্ধন। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ২০ নভেম্বর ২০২২ মরুর দেশ কাতারে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠে।
- স্বাগতিক : কাতার |
- সময়কাল: ২০ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২।
- দল : ৩২।
- ভেন্যু : ৮টি (৫টি শহরে) ।
- ম্যাচ : ৬৪টি।
- থিম সং: Hayya Hayya (Better Together); কণ্ঠশিল্পী : আয়েশা (কাতার), ডাভিদো (নাইজেরিয়া) ও ত্রিনিদাদ কার্ডোনা (যুক্তরাষ্ট্র)। মাসকট : La'eeb |
- বল : আল রিহলা (Al Rihla)।
বিশ্বকাপের ৮ গ্রুপ
A.কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস
B.ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র ও ওয়েলস
C.আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড
D.ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
E.স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
F.বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া
G.ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন HD পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া
ব্যয়বহুল বিশ্বকাপ
প্রথাগত জুন-জুলাইয়ের বাইরে ও মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ হওয়ায় এবারের আসর নিয়ে আলোচনা অনেক বেশি। খরচের হিসাব তো চোখ কপালে তোলার মতো। অত্যাধুনিক প্রযুক্তির স্টেডিয়াম-অবকাঠামো নির্মাণ, বিলাসবহুল হোটেলে আবাসন ব্যবস্থা, দলগুলোর অনুশীলন, ম্যাচ আয়োজন, নিরাপত্তা, করোনা নিয়ন্ত্রণ—এমন নানা দিক মিলিয়ে খরচ হবে ২২,৬৪,০০০ কোটি টাকা। আগের ২১ বিশ্বকাপ আয়োজনেও এত খরচ হয়নি।
বিশ্বকাপ---সাল--- খরচ(কোটি টাকা)
রাশিয়া ---- ২০১৮ ----১,১৮,০০০
গুরুত্বপূর্ণ ম্যাচ
- ৯ডিসেম্বর ।এডুকেশন সিটি স্টেডিয়াম ও লুসাইল আইকনিক স্টেডিয়াম ।
- ১০ ডিসেম্বর । আল-বায়েত স্টেডিয়াম ও আল-তুমামা স্টেডিয়াম ।
A.১৩ ডিসেম্বর । লুসাইল আইকনিক স্টেডিয়াম ।
B.১৪ ডিসেম্বর | আল-বায়েত স্টেডিয়াম ।
4.তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
A.১৭ ডিসেম্বর । খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম।
প্রথম নারী রেফারি
এবারের বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নিয়োগ দেওয়া হয় । এদের মধ্যে ৩ জন নারী রেফারি ও ৩ জন সহকারী নারী। তিনজন মূল রেফারি হলেন—ফ্রান্সের রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োসিমি ইয়ামাশিতা।
হ্যান্ড অব গড জার্সি
২ অক্টোবর ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে দোহাভিত্তিক কাতার অলিম্পিক ও স্পোর্টস জাদুঘরে এক প্রদর্শনী চালু হয়। সেই প্রদর্শনীতে দেখানো হয় আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড' জার্সিটি । প্রদর্শনী ১ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে। এই জার্সি পরেই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে ‘হাত দিয়ে’ গোল করে ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনার জন্ম দেন- ম্যারাডোনা। যা ‘হ্যান্ড অব গড’ গোল নামেও পরিচিত। ‘হ্যান্ড অব গড' জার্সিটি ঐ ম্যাচ শেষে ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে অদলবদল করেন। ২০০২ সাল থেকে যা ইংল্যান্ডের জাতীয় জাদুঘরে ছিল। ২০২২ সালের এপ্রিলে জার্সিটি নিলামে ১৮৯,৩০,০০০ মার্কিন ডলারে বিক্রি করা হয়।