November 21, 2022
কোয়ান্টাম সংখ্যা ও প্রকারভেদ উদাহরণসহ বিস্তারিত - ২০২৩
কোয়ান্টাম সংখ্যা :-
পরমাণুর যে শক্তিস্তরে ইলেকট্রন থাকে,তার আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস ও ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে।
কোয়ান্টাম সংখ্যার প্রকার :-
কোয়ান্টাম সংখ্যাকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা :-
প্রধান কোয়ান্টাম সংখ্যা:-
কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তিস্তরে থেকে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে, তাকে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে।
প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়।
সহকারী কোয়ান্টাম সংখ্যা:-
যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোন একটি প্রধান শক্তিস্তর আবার কতগুলো উপস্তরে বিভক্ত ও উপস্তর গুলোর আকৃতি প্রকাশ করে, তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে।
সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান 0 হতে (n-1) পর্যন্ত।