2.2 Measurements of Central Tendency - Mean, Median, and Mode
মিন আর মিডিয়ান বোঝার জন্য সবচেয়ে সহজ যে কনসেপ্টটা, যদি আমার কাছে এমন পাঁচজন থাকে যাদের বয়স ৮, ৬, ৬, ১০, ৮৫ এবং আমি যদি একটা মুভি প্লে করতে ছাই। মুভিটা কত বছর বয়সীদের জন্য উপযুক্ত হতে হবে?
আমি যদি এদের বয়সের এভারেজ করি তাহলে আমি পাই তেইশ।
এই ডাটা সেটে বাচ্চারা আছে চারজন এবং একজন বয়স্ক লোক আছে। ফলে এইখানের এভারেজ হচ্ছে ২৩ কিন্তু এর মানে এই না যে আমি তেইশ বছর বয়সীদের উপযুক্ত মুভি প্লে করলে সবাই এনজয় করবে। সেই ক্ষেত্রেই আসবে মিডিয়ানের কনসেপ্ট।
মিডিয়ান হচ্ছে সবগুলো বয়স সাজিয়ে মাঝ বরাবর যেই বয়সটা পাওয়া যায়।
এই ক্ষেত্রে মিডিয়ান হচ্ছে আট বছর কারণ সবগুলো ডাটা সাজিয়ে মাঝের বয়সটাকে আমরা পাচ্ছি ৮ বছর। এজন্যই যদি আমরা কার্টুন নেটওয়ার্ক চালাই তাহলে আট বছর বয়সী ইনজয় করবে, ছয় বছর বয়সী এনজয় করবে, ১০ বছর বয়সী ছেলেটা ইনজয় করবে, অ্যান্ড most likely ৮৫ বছর বয়সের নানুও এনজয় করবে।