September 12, 2023
খালিশপুরে ভেজাল মধুর কারখানায় ডিবি’র অভিযান,ভেজাল মধু সহ মসজিদের মোয়াজ্জিন আটক
নিজস্ব প্রতিবেদক ঃনগরীর খালিশপুর থানাধীন ”খুলনা মধু ঘর” নামক ভেজাল মধু কারখানায় অভিযান চালিয়েছে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। তখন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক, স্থানীয় জোড়াবাড়ী মসজিদের মোয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন (২৭)’কে ১০ দিনের কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ৬শ’ লিটার ভেজাল মধু(খথিত মধু) জব্দ করা হয়।খুলনা জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এর নেতৃত্বে “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ফিল্ড অফিসার (সিএম),খুলনা বিএসটিআই নাঈর আউসাফ রহমান উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।