রচনা : পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে
ভূমিকা :
স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। সুস্বাস্থ্য সুখী জীবনের অন্যতম পূর্বশর্ত। স্বাস্থ্যহীন মানুষ পৃথিবীতে সুখী হতে পারে না। কথায় বলে, স্বাস্থ্যই সকল সুখের মূল। এই স্বাস্থ্য বলতে সম্পূর্ণ কর্মক্ষম হয়ে বেঁচে থাকা বুঝায় । রোগমুক্ত থাকা, মন ভালো থাকা, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন উপভোগ করাই সুস্থতা। যার মধ্যে এসব শারীরিক লক্ষণ দেখা যায় তাকে স্বাস্থ্যবান বলা যায়।
স্বাস্থ্যরক্ষার প্রয়োজনীয়তা :
মানবজীবনে স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। সুস্থ মানুষই ভালো স্বাস্থ্যের পরিচায়ক। স্বাস্থ্যবান ব্যক্তি চিরসুখী। ধনসম্পদ, মান, জ্ঞান সবকিছুই মূল্যহীন যদি না স্বাস্থ্য ভালো থাকে। বলা হয় যে, স্বাস্থ্যই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। স্বাস্থ্য যার ভালো সে দরিদ্র হলেও সুখী জীবনযাপন করতে পারে।
অন্যদিকে প্রচুর ধনসম্পদ ও প্রতিপত্তি থাকা সত্ত্বেও যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে সে সুখী হতে পারে না। সুস্বাস্থ্য ব্যতীত কেউই জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারে না। স্বাস্থ্যহীন ব্যক্তি পৃথিবীতে কোনো কাজে সাফল্যলাভ করতে পারে না। স্বাস্থ্যহীন ব্যক্তির মনে বিরক্তি, আলস্য, অসহিষ্ণুতা ও নানা অশান্তি ভর করে। ফলে অপরূপ সুন্দর এই পৃথিবী তার কাছে সুখদায়ক মনে হয় না।