ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে তার মধ্যে ঈদুল ফিতর অন্যতম। শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঈদুল ফিতর পালন করা হয়।
ইসলাম' মানে আত্মসমর্পণ করা, মেনে চলা, আনুগত্য করা, শান্তি ও নিরাপত্তা ইত্যাদি। অন্যভাবে বলা যায়, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ হতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) যে শাশ্বত জীবনবিধান নিয়ে এসেছেন তাই ইসলাম। ইসলামের আগমন হয়েছে মানবকল্যাণে এবং মানবতার মুক্তি দিতে। তাই শান্তি প্রতিষ্ঠা ও মানবকল্যাণে ইসলামের গুরুত্ব অপরিসীম।
বর্তমান বিশ্বে ‘মানবাধিকার’ একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। সমাজতন্ত্রের বিপর্যয় এবং গণতন্ত্রের জয়যাত্রার পর মানবাধিকার আজ আলোচনার মুখ্য বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বিশ্বধর্ম হিসেবে ইসলামী জীবনব্যবস্থা বিশ্বজনীন এ মানবাধিকারের সাথে পুরোপুরিভাবে সঙ্গতিপূর্ণ। ইসলাম শুধু বিধিবিধান, ধর্মতত্ত্ব এবং শাসননীতি সম্পর্কে আলোচনা করেনি; বরং মানবিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধেও শিক্ষা দিয়েছে।
গ্রন্থাগার হলো গ্রন্থ বা বইয়ের আগার বা বই রাখার স্থান। যেখানে নদীর স্রোতের মতো জ্ঞান থাকে, গ্রন্থ থাকে, বই থাকে। মানুষের জন্য তিনটি বিষয় খুবই প্রয়োজনীয়। আর সেগুলো হচ্ছে- বই, বই এবং বই। সুতরাং বইয়ের আধার লাইব্রেরি বা গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম।
আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।
জীবিকার তাগিদে একঘেয়ে কাজ করতে করতে কর্মক্লান্ত সৈনিক যখন অবসন্ন হয়ে পড়ে, ঠিক তখনি মন চায় বেড়িয়ে আসতে খোলা প্রান্তরে। প্রকৃতির অপরূপ লীলাভূমিতে প্রকৃতির নির্মল আলো-বাতাস বুক ভরে পান করলে দূর হয় ক্লান্তি, সতেজ হয় মন, ফিরে আসে মনে কর্মস্পৃহা। শ্যামলিমা প্রকৃতির জাদুর স্পর্শে দূর হয় বিরক্তি, অস্থিরতা। বিশ্বের বিভিন্ন দেশে প্রকৃতির কোলে বর্তমানে গড়ে উঠেছে নয়নাভিরাম পর্যটন শিল্প । বাংলাদেশও এ শিল্পে বিশেষ মনোনিবেশ করেছে। বিজ্ঞানের আশীর্বাদে সৃষ্টি হয়েছে উন্নত যোগাযোগ, প্রচার মাধ্যমগুলোর সাহায্যে ভ্রমণপ্রিয় মানুষের কানে পৌঁছে যায় নয়নাভিরাম মনোমুগ্ধকর স্থানগুলোর খবর ।
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। উন্নত বিশ্বের অযাচিত কাজের ফসল জলবায়ু পরিবর্তন, যার কারণে আজ জীববৈচিত্র্য হুমকির মুখে। পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধিই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। আর বাংলাদেশের বর্তমান বাস্তবতায় জীববৈচিত্র্য সংরক্ষণ একটি সময়ের দাবি। কেননা সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে জীববৈচিত্র্য হুমকির মুখে ।
The cat is a small-sized domestic animal. It is our pet animal. It has four legs, two bright eyes and two ears. It's body is covered with fur. The cat kills rats, worms and insects. It has soft pad under its feet. So it can walk, silently. It is very fond of milk, fish and flesh.
The mango is a tasteful fruit. It grows in hot countries. It does not grow in cold countries. It grows in plenty in our country. Many fruits grow in our country. But no fruit is so good as the mango. There are various shapes, colours and names of mangoes.
The name of my village is Hazipur. It is a big village in the district of Bhola. It is ten miles away from the district town. More than four thousand people live in the our village. There is a high school, a famous madrasah, two primary schools in our village. There is a post office and a medical center in our village. The natural beauty of our village is very fine. I am proud of my village.