প্রতিসাম্য প্রাণিজগতের শ্রেণীবিন্যাসকরণের অন্যতম একটি ভিত্তি। প্রতিসাম্য বলতে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার-আকৃতিবিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়।
সুন্দর ও স্বাভাবিক নিয়মে প্রাণিজগৎকে শ্রেণীবিন্যাস করার জন্য পকৃতিবিদগণ অনেক আগেই এর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। আর এই জন্যই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে ওঠেছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এই শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিজ্ঞানী ক্যারোলাস নিলিয়াস ।
প্রাণীদের বৈচিত্র্যময়তার জন্য প্রাণী বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করেছেন। নিম্নে তা উদাহরণ সহ উল্লেখ করা হলো :
প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে তোমরা যে বিষয় গুলো শিখতে পারবে, দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণী কাকে বলে? দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর উদাহরণ, বৈশিষ্ট্য ও পার্থক্য। বিস্তারিত নিচে আলোকপাত করা হলো -
পৃথিবীর বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ুর সাথে খাপ খাইয়ে বাস করে অসংখ্য ছোট-বড় উদ্ভিদ এবং প্রাণী। একই প্রজাতির জীব ভিন্ন ভিন্ন পরিবেশ সাফল্যের সাথে টিকে থাকার জন্য ভিন্ন ভিন্ন ভাবে পরিবর্তিত বা অভিযোজিত হয়। জীবদের এই বিভিন্নতাকে বা বৈচিত্র্যময়তাকে জীববৈচিত্র্য বলে । সুতরাং প্রাণিজগতের প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তা দেখা যায় তাই প্রাণী বৈচিত্র্য (Bio-diversity) ।
যুদ্ধ নয় শান্তি— পৃথিবীতে দুটি বিপরীতমুখী অবস্থা। অশান্ত বিশ্বে আজ কোথাও শান্তি নেই। যুদ্ধ একান্ত পাশবিক। অথচ পশুর চেয়ে মানুষই বেশি যুদ্ধ করে, আবার মানুষই যুদ্ধকে বেশি ঘৃণা করে।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে তার মধ্যে ঈদুল ফিতর অন্যতম। শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঈদুল ফিতর পালন করা হয়।
ইসলাম' মানে আত্মসমর্পণ করা, মেনে চলা, আনুগত্য করা, শান্তি ও নিরাপত্তা ইত্যাদি। অন্যভাবে বলা যায়, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ হতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) যে শাশ্বত জীবনবিধান নিয়ে এসেছেন তাই ইসলাম। ইসলামের আগমন হয়েছে মানবকল্যাণে এবং মানবতার মুক্তি দিতে। তাই শান্তি প্রতিষ্ঠা ও মানবকল্যাণে ইসলামের গুরুত্ব অপরিসীম।
বর্তমান বিশ্বে ‘মানবাধিকার’ একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। সমাজতন্ত্রের বিপর্যয় এবং গণতন্ত্রের জয়যাত্রার পর মানবাধিকার আজ আলোচনার মুখ্য বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বিশ্বধর্ম হিসেবে ইসলামী জীবনব্যবস্থা বিশ্বজনীন এ মানবাধিকারের সাথে পুরোপুরিভাবে সঙ্গতিপূর্ণ। ইসলাম শুধু বিধিবিধান, ধর্মতত্ত্ব এবং শাসননীতি সম্পর্কে আলোচনা করেনি; বরং মানবিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধেও শিক্ষা দিয়েছে।
গ্রন্থাগার হলো গ্রন্থ বা বইয়ের আগার বা বই রাখার স্থান। যেখানে নদীর স্রোতের মতো জ্ঞান থাকে, গ্রন্থ থাকে, বই থাকে। মানুষের জন্য তিনটি বিষয় খুবই প্রয়োজনীয়। আর সেগুলো হচ্ছে- বই, বই এবং বই। সুতরাং বইয়ের আধার লাইব্রেরি বা গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম।