হোস্টেল/ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতার কথা জানিয়ে পিতা এবং মাকে পত্র
পত্রের শুরুতে আমার আমার সালাম নিবেন। কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ।
আজ আপনাকে এই পত্র লেখার উদ্দেশ্য হলো হোস্টেল জীবন কেমন যাচ্ছে তা জানানো। আসলে ছাত্রাবাসে না থাকলে বোঝা যায় না ছাত্রাবাস কেমন লাগে। প্রথম প্রথম এখানে থাকতে অনেক কষ্ট হতো। বাড়ির সবাইকে ছেড়ে একা একা লাগত। তবে এখন আর সেরকম মনে হয় না।
আমরা একটি রুমে চারজন থাকি। রুমের চারপাশে চারটি বেড। প্রত্যেকের আলাদা আলাদা চেয়ার টেবিল আছে। এখানকার খাওয়া-দাওয়া অতি সাধারণ এবং একঘেয়ে ধরনের। আসলে ছাত্রবাসে না থাকলে বাড়ির খাবারের মাধুর্য কেউ বুঝতে পারে না। বিকালে আমরা খেলাধুলা করি আবার কখনো বেড়াতে যাই। সন্ধ্যার সময় ছাত্রাবাসে ফিরে আসি। হাতমুখ ধুয়ে পড়তে বসি। তবে মাঝে মাঝে এই গৎ-বাঁধা জীবনের প্রতি বিরক্ত লাগে এবং বাড়ি চলে যেতে ইচ্ছে করে। কিন্তু শুধু যেতে পারি না ভবিষ্যৎ স্বপ্নের জন্য।