January 22, 2024
জাতীয় পতাকা - রচনা [ class 1, 2, 3, 4, 5 ]
সূচনা:
জাতীয় পতাকা একটি স্বাধীন জাতির মর্যাদার প্রতীক। প্রতিটি স্বাধীন জাতির একটি জাতীয় পতাকা রয়েছে। জাতীয় পতাকার মর্যাদা ও মূল্য অপরিসীম।
স্বাধীনতার প্রতীক:
আমাদের দেশের নাম বাংলাদেশ। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বহু সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। বিশ্বের অন্যান্য স্বাধীন জাতির মতো আমাদেরও স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে একটি জাতীয় পতাকা রয়েছে।
পতাকার বিশেষত্ব:
আমাদের জাতীয় পতাকায় লাল রঙের জমিনের মাঝখানে রয়েছে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের শ্যামল প্রকৃতিকে বোঝায় এবং লাল বৃত্ত রক্তঝরা মুক্তিযুদ্ধের প্রতীক। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০: ৬। অর্থাৎ, দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট। সবুজ রং প্রকৃতি ছাড়াও দেশের তারুণ্য ও সমৃদ্ধির সম্ভাবনাকে বোঝায়।