November 18
প্রকৃতি ও প্রত্যয় : সংজ্ঞা, প্রকারভেদ, উদাহরণ ও পার্থক্য
বাংলাভাষায় শব্দ গঠনে বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রকৃতি ও প্রত্যয় অন্যতম পদ্ধতি। শব্দ গঠনে প্রকৃতি ও প্রত্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যয় নতুন শব্দ তৈরি করার একটি পদ্ধতি। কখনো ধাতুর সঙ্গে কখনো শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে যেসব শব্দ গঠন করা হয় সেসব শব্দ বিশ্লেষণ করলে মূল উৎস হিসেবে কখনো ধাতু আবার কখনো শব্দ পাওয়া যায়। শব্দের এই মূল রূপের নাম হলো প্রকৃতি।
প্রকৃতির সংজ্ঞা :-
শব্দের ক্ষুদ্রতম অংশ যাকে আর বিশ্লেষণ করা বা ভাঙ্গা যায় না, তাকে প্রকৃতি বলে। যেমন- ঢাকা + আই = ঢাকাই । এখানে ‘ঢাকা’ শব্দটি ঢাকাই শব্দের প্রকৃতি।
প্রকৃতির প্রকারভেদ :
১। নাম প্রকৃতি বা প্রাতিপদিক প্রকৃতি।