February 19, 2024

রচনা : এই দেশ এই মানুষ / প্রিয় মাতৃভূমি বাংলাদেশ

ভূমিকা :-

আমাদের দেশের নাম বাংলাদেশ। সুজলা-সুফলা ও শস্য-শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ। ধানের দেশ, পাটের দেশ, গানের দেশ, পাখির দেশ, নদীর দেশ, ঋতুর দেশ-আমাদের এ বাংলাদেশ। এ দেশ আমাদের কাছে প্রাণের চেয়েও প্রিয়। কবির ভাষায়-

“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।”

আয়তন ও জনসংখ্যা :-

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ। বাংলাদেশের ভূমির আয়তন প্রায় ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এটি ৮টি বিভাগ ও ৬৪টি জেলায় বিভক্ত। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। শিক্ষার হার প্রায় ৭২ ভাগ। বিভিন্ন সম্প্রদায়ের অধিবাসীদের কথাবার্তা, চালচলন, পোশাক-আশাকে ভিন্নতা যাই থাক না কেন এরা সবাই বাংলাদেশের মানুষ। বড় পরিচয় সবাই বাংলাদেশি।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী :-

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। এ ছাড়া এখানে রয়েছে কতগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠী। যেমন- চাকমা, মারমা, গারো, সাঁওতাল, মগ, খাসিয়া, মুরং, তনচঙ্গা ইত্যাদি। এদের ভাষা এদের নিজস্ব। দৈনন্দিন জীবনযাপন, উৎসব সবই নিজস্ব। কিন্তু পরিচয় একটা, এরা সবাই বাংলাদেশি।

আরও পড়ুন