প্লাস্টিড কাকে বলে? প্লাস্টিড এর প্রকারভেদ- গঠন- কাজ বিস্তারিত
সংজ্ঞা:- উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তাকারে ছড়িয়ে থাকা পর্দাবিশিষ্ট গোলাকার, ডিম্বাকার অনন্য আকার বিশিষ্ট যেসব অঙ্গাণু উদ্ভিদের খাদ্য প্রস্তুত, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে প্লাস্টিড বলে।
⇒ যেসব কোষে প্লাস্টিড নেই:- ছত্রাক,ব্যাকটেরিয়া, নীলাভ - সবুজ শৈবাল।
প্লাস্টিড এর প্রকারভেদ:-
প্লাস্টিড প্রধানত ৩ প্রকারঃ যথা - (ক) লিউকোপ্লাস্ট, (খ) ক্রোমোপ্লাস্ট, (গ) ক্লোরোপ্লাস্ট।
(ক) লিউকোপ্লাস্ট (Leucoplast)
সংজ্ঞা:- সাদা, বর্ণহীন বা সাদা প্লাস্টিড কে লিউকোপ্লাস্টিড বা লিউকোপ্লাস্ট বলে।
এরা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড; অর্থাৎ এদের দেহ থেকে কোনো ধরনের রঞ্জক তৈরি হয় না । তবে আলোকের সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট ।
★★ লিউকোপ্লাস্ট আবার ৩ প্রকারঃ-
1.অ্যামাইলোপ্লাস্ট (amyloplast) : স্টার্চ বা শ্বেতসার জতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট বলা হয়।
2.ইলায়োপ্লাস্ট (elaioplast) : চর্বিজাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়োপ্লাস্ট বলা হয় ।
3.অ্যালিউরোপ্লাস্ট (aleuroplast) : প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যালিউরোপ্লাস্ট বলা হয়।