বাংলা প্রবন্ধ রচনা : ডেঙ্গু জ্বর । PDF
উপস্থাপনা :
ডেঙ্গুজ্বর একটি মশাবাহিত রোগ। এডিস নামক এক ধরনের মশার মাধ্যমে এই রোগ ছড়ায়। বর্তমানে এই রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিবছর এ রোগের সংক্রমণে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে।
ডেঙ্গুজ্বরের পরিচয় :
ডেঙ্গু ভাইরাসজনিত একটি জ্বর। ডেঙ্গুজ্বরের বাহক হলো এডিস নামক মশা। ডেঙ্গুজ্বর এমনিতে সেরে যায়। তবে হেমোরেজিক ডেঙ্গুজ্বর মারাত্মক হতে পারে। প্রথম এবং শেষোক্ত দু'প্রকার ডেঙ্গুজ্বরকে ক্লাসিক্যাল ডেঙ্গুজ্বরও বলে। ডেঙ্গুজ্বর সাধারণত তিন প্রকার। যথা— সাধারণ ডেঙ্গুজ্বর, ডেঙ্গুজ্বর হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রম। ডেঙ্গু ভাইরাসের ৪টি সেরোটাইপ রয়েছে। এগুলো হলো DEN-1, DEN 2, DEN-3, DEN-4, এ ৪টি সেরোটাইপ থেকে ডেঙ্গুজ্বর হতে পারে। তবে এগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় প্রকারটি মারাত্মক। এ দুটো সেরোটাইপই ডেঙ্গুজ্বরের কারণ।
এডিস মশা :
এডিস মশা দেখতে গাঢ় নীলাভ রঙের। এ মশার সারা শরীরে সাদা সাদা ডোরাকাটা দাগ আছে। এডিস ইজিপটাই এবং এলবোপিকটাস নামক এই দু'প্রজাতির স্ত্রী মশা মূলত ডেঙ্গুজ্বরের ভাইরাস বহন করে থাকে। তবে এডিস এলবোপিকটাসকে শহর অঞ্চলে কমই দেখা যায়। এডিস এলবোপিটাসকে বলা হয় টাইগার মশা। এটি সাধারণত গ্রামাঞ্চলে থাকে। তবে শহরেও থাকতে পারে। এডিস ইজিপটাই শহরাঞ্চলেই বেশি থাকে। আর এর প্রকোপ সবচেয়ে বেশি ৷