February 9

প্রশংসা পত্রের জন্য আবেদন স্কুল, কলেজ ও মাদ্রাসা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক সময় প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র লেখার প্রয়োজন হয়ে। কিন্তু অনেকেই হয়তো জানোনা প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়। আজ আমি তোমাদের সামনে কয়েকটি আবেদনা পত্র লিখে দেখাবো। আশা করি এগুলো দেখলে তোমাদের প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র লিখতে আর কোনো সমস্যা হবেনা। চলো শুরু করা যাক -

তোমার পিতার অন্যত্র বদলিজনিত কারণে তুমি সেখানে ভর্তি হবে অতএব তোমার বর্তমান বিদ্যালয় থেকে একটি প্রশংসাপত্র নিতে হবে। তুমি প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ ।

তারিখ : ০৭/০৯/২০২..ইং
বরাবর,
প্রধান শিক্ষক
নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়,
নিকলী, কিশোরগঞ্জ ।
বিষয় : বদলিজনিত কারণে প্রশংসাপত্রের জন্য আবেদন ।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত চার বছর যাবৎ নিয়মিতভাবে আপনার বিদ্যালয়ে পড়ালেখা করে আসছি। আমার পিতা একজন সরকারি কর্মকর্তা। তিনি গত মাসে কিশোরগঞ্জ জেলাসদরে বদলি হয়েছেন। কাজেই আমাকেও পরিবারের সঙ্গে থাকতে হবে বিধায় — সেখানকার কোনো একটি বিদ্যালয়ে ভর্তি হতে হবে। এমতাবস্থায় আমাকে একটি প্রশংসাপত্র প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আরও দেখুন