January 8, 2024

বাংলা প্রবন্ধ রচনা - মোবাইল ফোন : ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণী

সূচনা :

আধুনিক যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। আজকের দিনে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য মাধ্যম হলো মোবাইল ফোন । এটি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে।

মোবাইল ফোন কী :

মোবাইল ফোন হলো একটি তারবিহীন ফোন, যার সাহায্যে দূরের মানুষের সাহায্যে কথা বলা যায় ও ক্ষুদে বার্তা পাঠানো যায়।

মোবাইল ফোন আবিষ্কারের ইতিহাস :

মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করে নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয়। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন, তাঁর 'বেল' টেলিফোন কোম্পানির গবেষক রিচার্ড এইচ ফ্রাংকিয়েল এবং জোয়েল এস এ্যাঞ্জেল বেতারে বিদ্যুৎ ব্যবহার যন্ত্রের কৌশল থেকে আজকের মোবাইল কৌশল উদ্ভাবন করেন।

তবে সীমিত পর্যায়ে সেন্ট লুইসে ১৯৪৬ সালে প্রথম বেতার তরঙ্গের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করা হয়। ধাপে ধাপে এর উন্নতি হয়েছে । আগে ১৯৬৪ সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত ৷ ১৯৭৩ সালে ‘মটরোলা' কোম্পানির গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন এবং প্রথম উদ্ভাবক কোয়েল এস. এ্যাঞ্জেলকে প্রথম কলটি করেন।

Read more