November 27
বাগযন্ত্র কি? কাকে বলে এবং বাগযন্ত্রের বিভিন্ন অংশ বর্ণনা
আমাদের কথোপকথনের মৌলিক উপাদান হলো ধ্বনি। এ ধ্বনি সৃষ্টির জন্য আমরা আমাদের দেহের ফুসফুস থেকে শুরু করে মুখ ও মুখবিবরের বিভিন্ন অংশ ব্যবহার করে থাকি। ধ্বনি সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহৃত আমাদের দেহের এ সকল অঙ্গসমূহকে একত্রে বাগযন্ত্র বলে।
সংজ্ঞা : ধ্বনি সৃষ্টি করতে আমাদের দেহের যে সকল অঙ্গ-প্রত্যঙ্গ সাহায্য করে, সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে।