November 27

বাগযন্ত্র কি? কাকে বলে এবং বাগযন্ত্রের বিভিন্ন অংশ বর্ণনা 

আমাদের কথোপকথনের মৌলিক উপাদান হলো ধ্বনি। এ ধ্বনি সৃষ্টির জন্য আমরা আমাদের দেহের ফুসফুস থেকে শুরু করে মুখ ও মুখবিবরের বিভিন্ন অংশ ব্যবহার করে থাকি। ধ্বনি সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহৃত আমাদের দেহের এ সকল অঙ্গসমূহকে একত্রে বাগযন্ত্র বলে।

সংজ্ঞা : ধ্বনি সৃষ্টি করতে আমাদের দেহের যে সকল অঙ্গ-প্রত্যঙ্গ সাহায্য করে, সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে।

বাগ্যন্ত্রের অংশসমূহ হলো-

১- ঠোঁট বা ওষ্ঠ

২- দাঁত

৩- দন্তমূল, অগ্রদন্তমূল

৪- অগ্রতালু, শত্রুতালু

৫- পশ্চাত্তালু, নরম তালু, মূর্ধা

৬- আলজিভ

৭- জিহ্বাগ্র

৮- সম্মুখ জিহ্বা

৯- পশ্চাদ্‌জিহবা, জিহ্বামূল

১০- নাসা-গহ্বর

১১- স্বর পল্লব, স্বরতন্ত্রী

১২- ফুসফুস

আরও পড়ুন