July 2

অঙ্গ ও তন্ত্র কাকে বলে?অঙ্গ ও তন্ত্রের মধ্যে পার্থক্য।অঙ্গের নাম

সংজ্ঞা : এক বা একাধিক টিস্যু সমন্বয়ে গঠিত এবং প্রাণিদেহের নির্দিষ্ট কাজ সম্পাদনে সক্ষম অংশ বিশেষকে অঙ্গ বলে। উদাহরণ - চক্ষু, কর্ণ, পাকস্থলী ইত্যাদি ।

মানবদেহের প্রধান কয়েকটি অঙ্গের নাম :

মানবদেহের প্রধান কয়েকটি অঙ্গের নাম হলো-

(১) চক্ষু, (২) কর্ণ, (৩) হাত, (৪) পা, (৫) হৃৎপিণ্ড, (৬) পাকস্থলী, (৭) যকৃত, (৮) বৃক্ক, (৯) ডিওডেনাম, (১০) ইলিয়াম, (১১) মলাশয়, (১২) অগ্নাশয় ইত্যাদি।

তন্ত্র :

সংজ্ঞা : কতগুলো অঙ্গের পারস্পরিক সহযোগিতার সমন্বয়ে একটি সম্পূর্ণ শারীরবৃত্তীয় কাজ সম্পাদিত হলে তা তন্ত্র বলে।

উদাহরণ - পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্তসংবহনতন্ত্র ইত্যাদি ।

আরও পড়ুন :