January 18, 2024

মে দিবস - বাংলা প্রবন্ধ রচনা

ভূমিকা :

মে দিবস বিশ্বের সকল শ্রমিক মজুরের অধিকার স্বীকৃতির দিবস। শ্রম আন্দোলনের ইতিহাসে এ দিনটি বিশেষ তৎপর্য ও গুরুত্ব বহন করে।

পূর্বকালে শ্রমিক মালিক সম্পর্ক :

চিরদিনই শ্রমিক মালিকের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত । একটি ছাড়া অপরটি অচল। একটি বাদ দিয়ে অপরটির অস্তিত্ব কল্পনাতীত। কিন্তু স্বল্পসংখ্যক ব্যতিক্রম মালিক বাদে মালিকশ্রেণি শ্রমিকদের স্বার্থ ও সুযোগ সুবিধা সম্পর্কে সর্বদাই উদাসীন । তারা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে অধিক মুনাফা অর্জন করতে আকাঙ্ক্ষী। মে দিবসের পূর্বে সমস্ত দিবা-রাতের মধ্যে কোথাও ১৮ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা শ্রমিক সমাজকে শ্রম দিতে হতো।

অথচ এ অমানবিক আচরণের বিপক্ষে তারা কোনো প্রতিবাদ করতে পারত না। কোথাও যদি কোনো শ্রমিক ভুলক্রমে ক্ষীণতম প্রতিবাদ জানাত তা হলে তার ওপর শুরু হতো অকথ্য নির্যাতন । ছাঁটাই তো অতি তুচ্ছ ব্যাপার, প্রহারে তার শরীর ক্ষতবিক্ষত করে পরিশেষে অকর্মণ্য করে রাস্তায় ছুঁড়ে ফেলা হতো ।

আরও পড়ুন