March 5
যেসব কারণে রোজা ভঙ্গ হয় - মাসয়ালা মাসায়েল
মাসআলা- ১ :
লোবান বা আগর বাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করলে কিংবা বিড়ি সিগারেট ও হুক্কার ধোঁয়া সেবন করলে রোযা ভঙ্গ হবে। কিন্তু ধোঁয়া ছাড়া কোন কিছুর ঘ্রাণ নিলে রোযা ভঙ্গ হবে না ।
মাসআলা– ২ :
যদি কেউ সেহরি খাবার পর পানমুখে দিয়ে চিবাতে চিবাতে ঘুমিয়ে পড়ে এবং তা মুখে থাকাবস্থায় ভোর হয়ে যায় তবে রোযা শুদ্ধ হবে না। কিন্তু রোযা ভাঙ্গতেও পারবেনা । পরে এর ক্বাযা রাখতে হবে। কাফ্ফারা নয় ।
মাসআলা- ৩ :
কুল্লি করার সময় অসতর্কতাবশতঃ যদি হলকুমের মধ্যে পানি চলে যায় অথবা ডুব দেয়ার সময় হঠাৎ নাক বা মুখ দিয়ে হলকুমের ভিতর পানি চলে যায়, তবে রোযা ভঙ্গ হয়ে যাবে । কিন্তু বাকী দিন পানাহার করবে না। এ রোযার ক্বাযা ওয়াজিব, কাফ্ফারা নয় ।