বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর - রচনা [ Class - 6, 7, 8 ,9 ,10] | PDF
উপস্থাপনা :
রবীন্দ্রনাথ ঠাকুর অসামান্য প্রতিভা নিয়ে বাংলা সাহিত্যে আগমন করেছেন। তিনি বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় সমাসীন করে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করে এ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বাংলা সাহিত্যে তাঁর আগমন না ঘটলে এ সাহিত্যের এতটা উৎকর্ষ সাধিত হতো কিনা সে বিষয়েও প্রশ্ন থাকা বিচিত্র নয় । প্রতিভার বৈচিত্র্যে তাঁকে শুধু জার্মান কবি গ্যাটের সাথেই তুলনা করা চলে ।
বংশ পরিচয় ও জন্ম :
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১২৬৮ বঙ্গাব্দে ১৮৬১ খ্রি. ২৫ বৈশাখ । তিনি কোলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন এ জোড়াসাঁকোরই জমিদার। তিনি নানারকম জনহিতকর কাজকর্মের জন্য বিখ্যাত ছিলেন। তাঁর পিতামহ দেবেন্দ্রনাথ ঠাকুর স্বীয় চরিত্রগুণে মহর্ষি আখ্যা লাভ করেছিলেন। রবীন্দ্রনাথের মাতার নাম ছিল সারদা দেবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ১৪ ভ্রাতার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।
বাল্যকাল ও শিক্ষাজীবন :
রবীন্দ্রনাথের জন্ম বিত্তবান ঘরে হলেও তিনি বিলাসভোগের মধ্যদিয়ে বড় হতে পারেননি। শৈশব হতেই তাঁকে পারিবারিক কঠোর নিয়মকানুন ও কড়া শাসনের মধ্য দিয়ে মানুষ হতে হয়েছে। শৈশবে বাড়ির পাঠশালাতে গৃহশিক্ষকের কাছে তাকে লেখাপড়া করতে হয়। স্কুলের গতানুগতিক শিক্ষায় তিনি শিক্ষিত হতে না পারলেও প্রকৃতি হতে তিনি ঠিকই শিক্ষালাভে সক্ষম হয়েছিলেন।
প্রথম প্রতিভার বিকাশলাভ :
অতি অল্প বয়স হতেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার স্ফূরণ ঘটতে থাকে। মাত্র ১৫ বছর বয়সে তাঁর প্রথম কবিতার বই 'বনফুল' প্রকাশিত হয়। এরপর হতেই তাঁর কাব্য প্রতিভার বিকাশ ঘটতে