February 3
দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন বা দরখাস্ত (২টি)
অথবা, মনে কর, তোমার বাবা একজন দরিদ্র কৃষক। তার পক্ষে তোমার পড়ালেখার ব্যয় বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
অথবা, তোমার বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে এককালীন সাহায্যের জন্য একটি আবেদনপত্র লেখ।
তারিখ : ০৭/০৩/২০..... ইং
বরাবর,
প্রধান শিক্ষক
ইস্পাহানী স্কুল ও কলেজ, কুমিল্লা।
বিষয় : দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির আবেদন।
মহোদয়,
আমি আপনার স্কুলের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। পাঁচ বছর যাবৎ আমি এ স্কুলে পড়ালেখা করছি। আমার ছোট বোন ষষ্ঠ শ্রেণি ও ছোট ভাই সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করছে। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু সম্প্রতি আর্থিক অনটনে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।