September 14

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় : ভাবসম্প্রসারণ |sikkhagar

মূলভাব: যে ক্ষুধার্ত, তার কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ। সকল সৌন্দর্য, ভালোবাসা অনুভূতি কোনোকিছুরই মূল্য নেই তার কাছে ।

সম্প্রসারিত ভাব : মানুষ স্বভাবতই সৌন্দর্যপিপাসু। বিশেষত যারা কবি-সাহিত্যিক তারা সুন্দরের পাগল, কল্পনাবিলাসী। তাঁদের কাব্য সৃষ্টির মূল প্রেরণা আসে সৌন্দর্য ও কল্পনার জগৎকে কেন্দ্র করে। প্রকৃতিতে বিরাজমান শ্যামল শ্রী, বন-বনানী, নদ-নদী, পাহাড়-পর্বত, ঝরনা, সমুদ্র, চন্দ্র-সূর্য প্রভৃতি তাদের মনে কাব্য সৃষ্টির প্রেরণা যোগায়। তারা ঋতুরাজ বসন্তকে গেয়ে গেয়ে ওঠেন- 'আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে এত বাঁশি বাজে।' অথবা 'বলেন, আজ জ্যোৎস্না রাতে, সবাই গেছে বনে।” কিন্তু এ হচ্ছে ভাবের জগৎ, কল্পনার জগৎ। বাস্তবতার সাথে এ জগতের মিল খুব একটা নেই। বাস্তব জীবন বড় কঠিন, বড় গূঢ় ও নিষ্ঠুর। জগতের সর্বত্র স্বার্থপর মানুষের বিচরণ। সেখানে দুঃখীজনের দুঃখ দেখার কেউ নেই। সমাজে অনেক মানুষ আছে যারা আশ্রয়হীন, বস্ত্রহীন, শিক্ষা-চিকিৎসা পাচ্ছে না।

আরও পড়ুন