January 31, 2024
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী - বাংলা রচনা
ভূমিকা:
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন গণমানুষের নেতা। কৃষক-মজুর-শ্রমিকের অতি আপনজন। তিনি নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন।
জন্ম ও পারিবারিক পরিচয়:
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্ম ১৮৮০ সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে। তাঁর বাবার নাম হাজী শরাফত আলী খান। মায়ের নাম মোসাম্মৎ মজিরন বিবি। অল্প বয়সেই তিনি বাবা-মাকে হারান।
শিক্ষা ও কর্মজীবন:
চাচা ইব্রাহীম খানের আশ্রয়ে থাকার সময় মওলানা ভাসানী মাদরাসায় পড়াশোনা করেন। এরপর তিনি ভারতের দেওবন্দ মাদরাসায় পাঠ গ্রহণ করেন। এরপর বাংলায় ফিরে টাঙ্গাইলের কাগমারিতে একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন ।
রাজনৈতিক জীবন:
বাইশ বছর বয়সে ভাসানী কংগ্রেস নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যোগ দেন । অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি দীর্ঘ সতেরো মাস কারাদণ্ড ভোগ করেন।