February 9
মাদ্রাসা থেকে ছাড়পত্রের জন্য আবেদন
মাদ্রাসা থেকে ছাড়পত্র (টি.সি) প্রদানের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ।
তারিখ : ৩০ জানুয়ারি ২০২… ইং
বরাবর,
অধ্যক্ষ সাহেব
মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদরাসা, ঢাকা ।
বিষয় : ছাড়পত্রের জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার মাদরাসার একজন ৯ম শ্রেণির ছাত্র। বিগত দু’বছর ধরে আমি এই মাদরাসায় অধ্যয়ন করছি। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী। বর্তমানে তাঁকে ঢাকা থেকে সিলেটে বদলি করা হয়েছে। কাজেই পরিবারের সবার সঙ্গে আমাকেও সিলেট অবস্থান করে পড়াশোনা করতে হবে।