নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস : ভাবসম্প্রসারণ (২টি )
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাব সম্প্রসারণ - ১
মূলভাব : মানুষের জীবন অতৃপ্তির বেদনা দিয়ে গড়া। মানুষ কখনো তাঁর বর্তমান অবস্থায় তৃপ্ত থাকে না। মানুষ সবসময় নিজের সুখকে ছোট করে দেখে আর অন্যের সুখকে বড় করে দেখে।
সম্প্রসারিত ভাব : মানুষ যা পায় তা নিয়ে তৃপ্ত থাকা মানুষের স্বভাব নয় বরং তার আয়ত্তের বাইরে আরও যা কিছু আছে তা লাভের আকাঙ্ক্ষায় বর্তমান সময়কে দুর্বিষহ করে তোলে। সে আরও বেশি পাওয়ার জন্য লালায়িত থাকে।
নদীর ক্ষেত্রে এই ব্যাপারটি বেশ স্পষ্ট। নদীর এক পার অন্য পারের দিকে তাকিয়ে ভাবে সকল সমৃদ্ধি কেবল ঐ পারেতেই। তারা একে অপরকে উভয়ের চেয়ে বেশি সমৃদ্ধশালী কল্পনা করে। এরূপ ধারণার বশবর্তী হয়ে তারা তাদের বর্তমান সুখকে ম্লান করে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে কোনো পারেই সুখ নেই। প্রত্যেকেরই নিজের ব্যাপারে অতৃপ্তি অপরের প্রতি উচ্চ পর্যায়ের ধারণা থাকে। ফলে তাদের অতৃপ্ত বেদনা তাদেরকে প্রকৃত সুখ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। নিজের সবকিছুতে পরিতৃপ্তি সুখের সন্ধান দেয়।