March 9
মুনাফিক কাকে বলে? মুনাফিকের আলামত বা লক্ষণ কয়টি ও কি কি
উপস্থাপনা : মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের চিরশত্রু। কাজেই সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদেরকে চিহ্নিত করতে হবে। আর তাদেরকে চিহ্নিত করতে হলে মুনাফিকের আলামত সম্পর্কে জানতে হবে। নিম্নে প্রশ্নালোকে এ ব্যাপারেই আলোচনা পেশ করা হলো ।
মুনাফিক শব্দের অর্থ :-
ক. মনে যা আছে তার বিপরীত প্রকাশকারী।
খ. مخفي الاصل তথা মূল বিষয় গোপনকারী ।
পারিভাষিক সংজ্ঞা :-
সংজ্ঞা :- ইসলামি পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানো অনুষ্ঠান সম্পন্ন করাকে নিফাক বলে। যে ব্যক্তি এরূপ আচরণ করে, তাকে মুনাফিক বলে।
মুনাফিকের আলামত বা লক্ষন :-
মুনাফিকের আলামত হচ্ছে চারটি। যথা-
১. সে যখন কথা বলে মিথ্যে বলে ।