September 10, 2023

অধিক খাদ্য ফলাও : রচনা [ ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০ ]  

ভূমিকা ঃ

সুজলা-সুফলা-শস্যশ্যামলা আমাদের বাংলাদেশ আজ বুভুক্ষুর, হা-অন্ন চিৎকারের হিমসিম খাচ্ছে। প্রাচুর্যের এ দেশের শত শত ক্ষুধার্ত লোক আজ এক মুঠো ভাতের জন্যে দ্বারে দ্বারে হন্যে হয়ে ঘুরছে। এমন একদিন ছিল যখন এদেশে ছিল গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুর ভরা মাছ- সেদিন সকল লোকের ছিল মুখভরা হাসি।

আগের দিনের সেই বিপুল পরিমাণ ফসলের কথা এখন কল্পনায়ও চিন্তা করা যায় না।সে শুধু বুড়োদের গল্পের মধ্য দিয়ে আমাদের বিস্ময় উৎপাদন করে। দেশে জনসংখ্যা বেড়েছে; বাস করবার বাড়ি বেড়েছে। ফলে চাষের জমি কমে যাচ্ছে। তাই খাদ্যশস্যের উৎপাদন বাড়ানো দূরের কথা বরং তা আরো হ্রাস পেয়েছে। এটাকেই এদেশের বর্তমান খাদ্যভাবের অন্যতম কারণ বলে চিহ্নিত করা হয়েছে।

তবে বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে নির্ণয় করেছেন, উন্নত উপায়ে চাষাবাদ করলে আমাদের দেশের উৎপাদন বহুগুণে বেড়ে যেতে পারে। সেজন্যে আজ সরকার দেশে উন্নত ধরনের চাষাবাদের জন্যে উঠে পড়ে লেগেছেন এবং দেশের লোকদের সব সময় উপদেশ দিচ্ছেন ‘অধিক খাদ্য ফলাও'।

বর্ণনা ঃ

More