January 18, 2024

আমাদের গ্রাম - রচনা [ ক্লাস 2, 3, 4, 5 ]

সূচনা:

আমাদের গ্রামের নাম বনপলাশী। গ্রামটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত। গ্রামের একপাশ দিয়ে বয়ে গেছে বিশাল পদ্মা নদী ।

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য:

আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর। এখানে রয়েছে অনেকগুলো বিশাল আম, জাম, কাঁঠাল, বট আর পাকুড়গাছ। এছাড়া জারুল, কনকচাঁপা, কদম, শিউলি, বকুল, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদি ফুলের গাছ আছে। প্রতিটি মৌসুমে নানারকম ফুলে রঙিন হয়ে থাকে আমাদের গ্রাম ।

গ্রামের অধিবাসীরা:

বনপলাশী গ্রামে প্রায় দুই হাজার লোকের বাস। তারা সবাই মিলে মিশে থাকে। কেউ ঝগড়াবিবাদ পছন্দ করে না। বয়স্ক শিক্ষার ব্যবস্থা থাকায় গ্রামে কোনো নিরক্ষর লোক নেই। এখানে আছে নানা পেশা ও নানা ধর্মের মানুষ। কেউ কৃষিকাজ করেন, কেউ ব্যবসায়, কেউ চাকরি। ঈদ, পূজা, বড়দিন আর নববর্ষে উৎসবে মেতে ওঠে পুরো গ্রামটি ।

আরও পড়ুন