মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন: ভাবসম্প্রসারণ(২বই থেকে ২টি)
মূলভাব : কায়িক পরিশ্রম বা সাধনা ছাড়া কোনো কিছুই লাভ করা যায় না ।
সম্প্রসারিত ভাব : মানবজীবনের মহৎ ও মহান উদ্দেশ্য জীবনে সাফল্য লাভ । এ সাফল্য লাভের জন্যে সাধনা ও পরিশ্রম করতে হয় । সাধনার পথ কখনো আরামদায়ক নয় । মানবজীবনের মূলমন্ত্রকে সফল করতে গিয়ে প্রয়োজনে শরীরকে বিলিয়ে দিতে হয় । মন্ত্রের সাধনাতেই হোক আর শারীরিক পরিশ্রমের ফলেই হোক, জীবনের আদর্শগুলোকে সফলতার সাথে বাস্তবায়িত করতে না পারলে জীবন অর্থহীন হয়ে পড়ে। তাই জীবনের অর্থ ও উদ্দেশ্য যদি সাফল্যমণ্ডিত না হয় তবে সে জীবনের কোনো সার্থকতা পরিলক্ষিত হয় না। সাফল্য লাভের জন্যে কায়িক পরিশ্রম ও একনিষ্ঠ সাধনা চালিয়ে যেতে হয়। তবেই আসবে জীবনের সাফল্য ও সার্থকতা ।
স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব একদিন পৃথিবীর মানচিত্রে ছিল না। বহু বাধা-বিপত্তি অতিক্রম করে, বহু রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আপন স্থান অধিকার করে নিয়েছে । মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন- এ দুর্বার মন্ত্রে বাঙালিরা যদি উদ্বুদ্ধ ও উজ্জীবিত হয়ে মরণপণে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো, তবে স্বাধীনতার এ রঙিন সূর্য বাংলার ভাগ্যাকাশে কোনো দিনই উদিত হতো না ।