February 17, 2024

রচনা : শিল্পী কামরুল হাসান 

সূচনা :-

বাংলাদেশে এমন অনেক গুণী ব্যক্তি আছেন, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে স্মরণীয় ও বরণীয় হয়েছেন । তাঁদের মধ্যে শিল্পি কামরুল হাসান অন্যতম ।

শৈশবকাল :-

কামরুল হাসানের শৈশবকাল কেটেছে তাঁর নিজ গ্রামে । গ্রামে মডেল স্কুলে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন। এ স্কুলে ছবি আঁকা ও মডেল তৈরির নিয়মিত ক্লাস হতো ।

মিস্টার বেঙ্গল উপাধি লাভ :-

কামরুল হাসান ছোটবেলা থেকেই ব্যায়াম ও শরীরচর্চা করতেন। ১৯৪৫ সালে আন্তঃবাংলা ব্যায়াম ও শরীরচর্চা প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি মিস্টার বেঙ্গল উপাধি লাভ করেন ।

আরও পড়ুন