March 24, 2024

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে : ভাব সম্প্রসারণ (৩টি )

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ভাব সম্প্রসারণ - ১

মূলভাব : প্রতিটি সুখ বা সাফল্যের পেছনে রয়েছে দুঃখ, কষ্ট ও কঠোর সাধনা।

সম্প্রসারিত ভাব : মহৎ সাফল্য সাধনা সাপেক্ষ। সুখ এবং দুঃখ মানবজীবনের সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে জড়িত; কিন্তু মানুষ অনন্ত সৌন্দর্য পিয়াসী। মানুষ সুখ চায়, চায় স্বার্থকতা। কিন্তু এই সুখ, এই আনন্দ বিনা পরিশ্রমে লাভ করা যায় না।

সুখ লাভ করতে হলে কত সাধনা, শ্রম এবং অধ্যবসায়ের দরকার। বস্তুত, পদ্মফুলের সৌরভ নিতে চাইলে কাঁটার আঘাত সহ্য করতে হয়। তেমনি পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে চাইলে দুঃখের জ্বালা সইতে হবে। সুখের মতই দুঃখকে বরণ করে নিতে হবে। তবেই আসবে সফলতা এবং স্বার্থকতা ।

সম্পূর্ণ পড়ুন