রচনা : কাজী নজরুল ইসলাম (৩টি)
সূচনা :-
নজরুল ইসলাম আমার প্রিয় কবি। তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি নামে অধিক পরিচিত। তাঁর বিদ্রোহী চেতনা মানব রক্তে শিহরণ জাগায় ।
জন্ম ও বাল্যকাল :-
১৮৯৯ সালের ২৪শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তাঁর পিতার নাম ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। মাত্র আট বছর বয়সে নজরুল পিতৃহীন হন। তাঁর জন্মের পূর্বে পর পর তাঁর চার ভাই মারা যায়। এজন্যই পিতা মাতা তাঁকে দুখুমিয়া বলে ডাকতেন।
তিনি মক্তবে শিক্ষার পর নিম্নমাধ্যমিক পরীক্ষায় পাস করেন এবং সেই মক্তবেই মোল্লাগিরি করে কিছু রোজগারের চেষ্টা করতেন। এ সময় তিনি গান বাজনা ও পালাগানের দলে জড়িয়ে পড়েন। নজরুলের চাচা ছিলেন এক লেটোর দলের ওস্তাদ কবি, আর নজরুল ছিলেন তার উপযুক্ত শিষ্য।
বাড়ি হতে পালিয়ে নজরুল আসানসোলের এক রুটির দোকানে পাঁচ টাকা বেতনে চাকরি নিলেন। এ সময় তিনি এক দারোগার সাথে ময়মনসিংহ ত্রিশালে চলে আসেন। নজরুলের বুদ্ধি দীপ্ততে বিমোহিত হয়ে তিনি তাকে স্কুলে ভর্তি করিয়ে দেন। কিন্তু স্কুলে তার লেখা-পড়া বেশি দিন স্থায়ী হল না।