February 18, 2024

রচনা : হযরত ওমর রাঃ জীবনী 

উপস্থাপনা :-

“মোর পর যদি নবী হতো কেউ হতো সেই ওমর”-এ কবিতার পঙক্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, আর বক্তব্য হযরত মুহাম্মদ (স)-এর। এ মন্তব্য থেকে সহজেই বলা যায়, ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসে যেসব মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল, যাঁদের আত্মত্যাগে ইসলামের মহিমা বৃদ্ধি পেয়েছিল, তাঁদের অন্যতম ছিলেন হযরত ওমর (রা)।

জন্ম ও প্রাথমিক জীবন :-

হযরত ওমর (রা) ৫৮৩ খ্রিস্টাব্দে মক্কানগরীর বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম খাত্তাব। তিনি দৈহিক দিক থেকে ছিলেন খুবই শক্তিশালী। কুস্তিতে তৎকালে তাঁর সমকক্ষ কেউ ছিল না। বীরত্বব্যঞ্জক খেলাধুলার প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়ে তিনি আরব দেশে একজন বীর বলে পরিগণিত হন।

তিনি বাল্যকালেই বিদ্যার্জন করেছিলেন, যদিও তৎকালে কদাচিৎ কেউ লেখাপড়ার সুযোগ পেত। হযরত ওমর (রা)-এর বয়স যখন ২৭ বছর তখন হযরত মুহাম্মদ (স) নবুয়তপ্রাপ্ত হন। কিন্তু হযরত ওমর (রা) তখন ছিলেন ইসলামের ঘোর শত্রু। তিনি কোষমুক্ত তরবারি হাতে নিয়ে রাসূল (স)-কে হত্যা করার জন্য ছুটে যান, কিন্তু পথিমধ্যে শুনতে পান, তাঁর বোন ও ভগ্নিপতি ইসলাম কবুল করেছেন।

আরও পড়ুন