August 28

যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না: ভাবসম্প্রসারণ

মূলভাব : জগতে মানুষের সকল আকাঙ্ক্ষা পূরণ হয় না। যা সে চায়, তার কিয়দাংশ পূরণ হয় ।

সম্প্রসারিত ভাব : মানুষের চাহিদার কোন শেষ নেই । বেঁচে থাকার জন্যে তার প্রয়োজন অন্ন-বস্ত্র, বাসস্থান-শিক্ষা-চিকিৎসা। এর ওপর আছে তার মানসিক কামনা। বস্তুগত ও মানসিক এ দুটো চাওয়াই মানুষকে প্রতিনিয়িত তাড়া করে ফেরে। আকাঙ্ক্ষা পূরণই তার জীবনের একমাত্র চাওয়া। তাই বার বার ব্যর্থতা বরণ করেও সে নিভৃত্ত হতে চায় না; আর এটাই মানব চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য । তাছাড়া তার কামনার আংশিক পূরণ নিয়ে সে সন্তুষ্ট হতে চায় না। অল্প নিয়ে সে তৃপ্ত নয়, সে চায় সমগ্রকে। আবার একটা আকাঙ্ক্ষা পূরণ হলেই আরেকটা আকাঙ্ক্ষা মাথাচাড়া দিয়ে ওঠে। তাই তার অন্তরে অনন্ত হাহাকার-যা পায় তা সে চায় না, যা পায় না তাকেই সেবার বার পেতে চায় ।

আরও পড়ুন