রচনা : ধূমপানে বিষপান / ধূমপান এক মারাত্মক ব্যাধি
উপস্থাপনা :
“ধূমপানে বিষপান” একথা সকলেরই জানা; কিন্তু অভ্যাস একটি মারাত্মক বিষয় । কোন কিছুতে একবার অভ্যস্ত হয়ে পড়লে তা সহজে ছাড়া যায় না । ধূমপান এমনি একটি বদভ্যাস যা ইচ্ছা করলেই কেউ ত্যাগ করতে পারে না। ধূমপান সুস্থ জীবনের জন্য বিরাট বাধা, কিন্তু একথা জেনেও মানুষ ধূমপানে আসক্ত হয় । কোন কিছুর প্রতি প্রবল মোহ নেশার শামিল। ইসলামের দৃষ্টিতে নেশা হারাম।
ধূমপানের উপকরণ :
ধূমপানের প্রধান উপকরণ তামাক ও গাঁজার পাতা । তামাক পাতা প্রথমে শুকিয়ে নিয়ে তা কুচি কুচি করে কেটে চূর্ণ করা হয় । তারপর তামাক পাতার চূর্ণ ‘র্যাচ' বা ঝোলাগুড়ের সাথে উত্তমরূপে মিশিয়ে তৈরি করা হয় এক ধরনের মণ্ড । এই মণ্ড কলকের ভেতর ভরে তাতে আগুন দিয়ে হুকার মাথায় বসিয়ে বা হাতের তালুতে বিশেষভাবে ধরে দমের সাথে টান দেয়া হয় ।
অর্থাৎ, তামাক পাতা পোড়া ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করাই হচ্ছে ধূমপান। আবার চূর্ণ তামাক বা গাঁজা কাগজের সাথে পেঁচিয়ে বা মুড়িয়ে সিগারেট বা বিড়ি তৈরি করা হয় । সে সিগারেট বা বিড়িতে আগুন জ্বালিয়েও ধূমপান করা হয় । ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ।