বাংলাদেশের নদ নদী - রচনা [ class 6, 7, 8, 9, 10 ]
সূচনা:
বাংলার মানুষের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে শত শত নদী। এদেশের মানুষের সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, লোককাহিনি আর জনশ্রুতিতেও নদীর কথা বিশেষভাবে পাওয়া যায়। নদীগুলো আমাদের দেশের মাটিকে যেমন উর্বর করেছে, তেমনই সাধারণ মানুষের জীবিকা ও যোগাযোগের ক্ষেত্রেও নানাভাবে অবদান রেখেছে। এদেশের অর্থনীতি নদীগুলোর ওপর বিশেষভাবে নির্ভরশীল ।
প্রধান নদ-নদী:
পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান নদ-নদী। এছাড়া রয়েছে ছোটো-বড় বহু শাখা-নদী। শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা ২৩০টি।
পদ্মা:
পদ্মা বাংলাদেশের প্রধান নদী। উত্তর ভারতের হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে এর উৎপত্তি। এটি ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে এসে পদ্মা নাম ধারণ করে আমাদের দেশে প্রবেশ করেছে। ভারতে এই নদীর নাম গঙ্গা। পদ্মা গোয়ালন্দের কাছে এসে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। এ মিলিত স্রোত পদ্মা নামেই দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিশেছে।
মেঘনা:
মেঘনা বাংলাদেশের আরেকটি প্রধান নদী। এ নদী আসামের নাগা-মনিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে পদ্মা ও যমুনার সাথে মিলিত হয়ে মেঘনা নামেই বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীর বেশ কিছু উপনদী ও শাখানদী রয়েছে।