November 23

স্বরধ্বনি: সংজ্ঞা, প্রকারভেদ, উচ্চারণের ৫টি নিয়ম ও উচ্চারণস্থান

স্বরধ্বনির সংজ্ঞা : যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ব্যতীত নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মোট ১১টি স্বরধ্বনি আছে। যেমন : অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।

স্বরধ্বনির প্রকারভেদ :

বাংলা ভাষায় স্বরধ্বনি আবার দুই প্রকার । যথা-

১. মৌলিক স্বরধ্বনি।

২. যৌগিক স্বরধ্বনি।

১। মৌলিক স্বরধ্বনি : যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। চলিত ভাষায় মোট আটটি মৌলিক স্বরধ্বনি আছে। যেমন : অ, আ, ই, উ, ঋ, এ, ঐ, ও ।

২। যৌগিক স্বরধ্বনি : একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি গঠিত হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি ২৫টি।

আরও পড়ুন