March 20, 2024

দশের লাঠি একের বোঝা ভাব সম্প্রসারণ - ৩টি 

মূলভাব : সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো কাজ খুব সহজে খুব দ্রুত সম্পন্ন করা যায় । তাই একজনের কাছে যে কাজ মহা কঠিন মনে হয়, দশজনের কাছে তা অত্যন্ত সহজ মনে হয়।

সম্প্রসারিত ভাব : কর্মচঞ্চল এ পৃথিবীতে মানুষকে বিভিন্ন কর্মের মধ্য দিয়ে জীবন নির্বাহ করতে হয়। একেক প্রচেষ্টায় যে কোনো কাজ করতে গেলে সাফল্য আর ব্যর্থতার উদ্বেগ এসে ভিড় জমায়। কোনো কারণে এ কাজে সাফল্য অর্জিত না হলে এর ব্যর্থতার গ্লানি একজনকেই বহন করতে হয় ।

আবার একাকী আনন্দের মধ্যেও তেমন উচ্ছ্বাস থাকে না অথচ সম্মিলিতভাবে এ কাজ করতে গেলে এর সাফল্য যেমন সবাইকে আনন্দিত করে তোলে, তেমনি এর ব্যর্থতার গ্লানি সবাই ভোগ করে নেয়ায় তেমনটা অনুভূত হয় না ৷

দশজন ব্যক্তির লাঠি যদি বেঁধে একজনের মাথায় তুলে দেয়া হয় তাহলে তা বহন করা তার পক্ষে কষ্টকর হয়ে পড়বে অথচ দশজন ব্যক্তি তা অনায়াসেই বহন করতে পারে । এজন্য সম্মিলিত প্রচেষ্টায় যে কাজকে খুব সহজে করা যায় একজনের পক্ষে তা কঠিন অসাধ্য হয়ে পড়ে। এজন্যই বলা হয়- দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।

আরও পড়ুন