March 3

রোজার কাফফারা কি? কাফফারার পরিমাণ এবং কিভাবে দিতে হয়

রোযা থাকা অবস্থায় রমযানের বিধি লঙ্ঘনের কারণে রোযাদারের ওপর অতিরিক্ত জরিমানাস্বরূপ যে কার্য সম্পাদন করতে হয়, তাকে রোযার কাফফারা বলে।

রোযার কাফ্ফারা :-

১. একাধারে দু'মাস রোযা রাখতে হবে।

২. এতে অক্ষম হলে ৬০ জন মিস্কীনকে খানা খাওয়াতে হবে।

৩. এতেও অক্ষম হলে একজন গোলাম আযাদ করতে হবে। ইরশাদ হচ্ছে-

فصيام شهرين متتابعين او اطعام ستين مسكينا أو تحرير رقبة.

রোযার কাফফারার পরিমাণ :-

রোযার কাফফারার পরিমাণ নির্ণয়ে ইমামদের মাঝে নিম্নোক্ত মতবিরোধ পরিলক্ষিত হয়। যেমন -

১. মালেক ও শাফেয়ীর অভিমত :-

ইমাম মালেক ও শাফেয়ী (র)-এর মতে, প্রত্যেক মিসকিনকে এক সা এর চারভাগের এক ভাগ দিতে হবে। এ হিসেবে ৬০ জন মিসকিনকে মোট ১৫ সা দিতে হবে। যার বর্তমান ওজন ১ মণ ১২.৫০ সের গম।

দলীল : তাঁদের দলীল হলো-

كَمَا فِى اَبِيْ دَاوُدَ فَأْتِيَ بِعِرْقٍ قَدْرُهُ خَمْسَةُ عَشَرَ صَاعًا .

২. আহনাফের অভিমত :-

ইমাম আবু হানীফা (র)-এর মতে, প্রত্যেক মিসকিনকে অর্ধ সা দিতে হবে। এ হিসেবে ৬০ জন মিসকিনকে সর্বমোট ৩০ সা দিতে হবে। যার বর্তমান ওজন ২ মণ ২৫ সের গম ।

দলীল : তাঁর দলীল হলো-

قَوْلُهُ تَعَالَى : فَصِيامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ أَوْ إِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا أَوْ تَحْرِيرُ رَقَبَة

٢- كَمَا فِى مُسْلِمٍ فَجَاءَ عِرْقَانِ فِيهِما طَعَامُ فَاَمَرَهُ أَنْ يَتَصَدَقَ بِهِ

তৎকালীন সময়ে প্রতি عرق সমান ১৫ সা ছিল। তাই দুই عرق সমান ৩০ সা হবে ।

আরও পড়ুন