প্রত্যয়যোগে কিভাবে শব্দ গঠিত হয়? উদাহরণসহ- পাঁচটি নিয়ম
অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। বাংলা শব্দ গঠনে প্রত্যয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দসমূহের একটি বিপুল অংশই প্রত্যয়জাত শব্দ। প্রত্যয় কখনো শব্দের শেষে আবার কখনো ধাতুর শেষে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে।
প্রত্যয়যোগে শব্দগঠনের নিয়ম :
নিচে প্রত্যয়যোগে শব্দ গঠনের পাঁচটি নিয়ম উপস্থাপিত হলো-
১। ‘ইনী’ প্রত্যয়যোগে গঠিত শব্দ : ‘ইনী’ প্রত্যয়যোগে সাধারণত স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। এর ফলে শব্দের বানানে পরিবর্তন হয়ে থাকে। যেমন- বন্দি + ইনী = বন্দিনী, গৃহ + ইনী = গৃহিণী, প্রণয় + ইনী = প্রণয়িনী ইত্যাদি।
২। ‘ইত’ প্রত্যয়যোগে গঠিত শব্দ : ‘ইত’ প্রত্যয়যোগে গঠিত শব্দের বানান পরিবর্তিত হয় এবং মূল শব্দ সংকুচিত হয়। যেমন- কুসুম + ইত = কুসুমিত, কণ্টক + ইত = কণ্টকিত, তরঙ্গ + ইত = তরঙ্গিত ইত্যাদি।
৩। ‘ইক’ (ষ্ণিক) প্রত্যয়যোগে গঠিত শব্দ : ‘ইক’ বিশেষ্যকে বিশেষণ করার জন্য ব্যবহার হয়ে থাকে। এর ফলে প্রায়ই মূল শব্দের আদি স্বর বৃদ্ধি পায়।