July 23, 2023
বাংলা রচনা: বাংলাদেশের কৃষক [ Class - 6, 7, 8 ,9 ,10]
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল । কারণ, এদেশের জনসংখ্যার শতকরা ৮০ জনই কৃষক। তাই 'কৃষক' এদেশের আপামর জনসাধারণের কাছে একটি অতি পরিচিত নাম।