November 5, 2023
বাংলাদেশে ইসলাম অথবা, বাংলাদেশে ইসলামের আগমন ও বিকাশ - রচনা
অবতরণিকা ঃ
প্রভাতের সোনালী সূর্য কিরণ যেভাবে সারা দুনিয়ায় বইয়ে দেয় আলোর ফোয়ারা, ঠিক তেমনি হেরার রশ্মি থেকে বিচ্ছুরিত কিরণ সারা বিশ্বে শান্তির বার্তা বইয়ে দিয়েছিল।
বাংলাদেশে ইসলামের আগমন ঃ
আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ বিশ্বের অনন্য এলাকা থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়, যদিও মুসলিম পরিবেশিত সবার দিক দিয়ে এটা কোন মুসলিম দ্বীপ মনে হয়। বাংলাদেশ সর্বপ্রথম মুসলমানদের আগমন কখন হয়েছিল তার সন তারিখ নির্ণয় করা বড়ই দুঃসাধ্য কাজ।
ঐতিহাসিক ধারা ঃ
স্মরণাতীত কাল হতে আরব ও ভারতীয় বণিকদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। উপমহাদেশের অফুরন্ত ধন-সম্পদ ও ঐশ্বর্য-বিভবের সাথে তখন থেকেই আরবরা পরিচিত ছিল। বাংলাদেশে ইসলাম আগমনের ধারাগুলোকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে চারভাগে ভাগ করা যায়-