December 8, 2024

 পহেলা বৈশাখ, ইলিশ মাছ ও বৈশাখী মেলা সম্পর্কে ১০টি বাক্য

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য:

১। বাংলা নববর্ষের প্রথম দিনই হলো পহেলা বৈশাখ।

২। পহেলা বৈশাখের দিনটিতে দেশের বিভিন্ন স্থানে ভোর থেকেই মেলা বসে।

৩। মেলায় পুতুল, মাটির হাড়ি পাতিল ও বিভিন্ন জিনিস বিক্রি হয়।

৪। এদিনটিতে মানুষ নতুন নতুন পোশাক পড়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

৫। পহেলা বৈশাখ উপলক্ষ করে গ্রাম ও শহর সব জায়গাতেই উৎসবের বন্যা বয়ে যায়।

৬। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন এদেশের প্রাচীনতম ঐতিহ্য।

৭। পহেলা বৈশাখের এক অন্যতম ঐতিহ্য হলো পান্তাভাত আর ইলিশ মাছ খাওয়া।

৮। এ দিনটিতে বিভিন্ন জায়গায় মেলা বসে যা বৈশাখী মেলা নামে পরিচিত।

৯। এদিন শুধুমাত্র আনন্দের দিন নয়। এদিন বাঙালিদের ঐক্যের প্রতীক।

বিস্তারিত জানুন