February 5
আবেদন পত্র সংজ্ঞা,আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা
সংজ্ঞা : সাধারণত কোনো পদে নিয়োগ প্রাপ্তির জন্য বা ছুটি, বদলি, সাহায্য চেয়ে অথবা কোনো সমস্যা নিরসনে যথার্থ কর্তৃপক্ষের কাছে যে আনুষ্ঠানিক পত্র লেখা হয় তাকে আবেদন পত্র বা দরখাস্ত বলা হয়।
আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম
এ ধরনের পত্রে কেবল মূল প্রসঙ্গ ও প্রয়োজনীয় বক্তব্য বিষয় প্রাধান্য পায় । যেকোনো সমস্যা বা বক্তব্য উপস্থাপনের সময় লক্ষ রাখতে হবে, যেন ধারাবাহিকতা ও পারম্পর্য রক্ষা পায় । ভাষার সরলতা, স্পষ্টতা ও প্রায়োগিক শুদ্ধতার ওপর বিশেষ নজর রাখতে হয় । আবেদন পত্রের অংশ বা ভাগগুলো নিম্নরূপ :
সাধারণত একটি আবেদনপত্র বা দরখাস্তের নিম্নলিখিত ৭টি অংশ থাকে। যথা —