Yesterday
বিসর্গ সন্ধি কাকে বলে?কত প্রকার ও বিসর্গ সন্ধির নিয়ম উদাহরণ সহ
সংজ্ঞা : বিসর্গ সন্ধির সাথে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে । যেমন-
নিঃ + চয় = নিশ্চয়, নিঃ + ঠুর = নিষ্ঠুর, অধঃ + তন = অধস্তন ইত্যাদি।
বিসর্গ সন্ধি কত ভাবে হতে পারে ?:
বিসর্গ সন্ধি মূলত ব্যঞ্জনসন্ধিরই অন্তর্ভুক্ত। বিসর্গ সন্ধি দু’ভাবে সাধিত হয়। যেমন-
বিসর্গ বর্ণ + স্বরবর্ণ-এর সন্ধি :
বিসর্গের সাথে স্বরবর্ণের মিলনে এ সন্ধি গঠিত হয়। যেমন :
ততঃ + অধিক = ততোধিক, মনঃ + অভিলাষ = মনোভিলাষ, বয়ঃ + অধিক = বয়োধিক, মনঃ + অভিনিবেশ = মনোনিবেশ, অতঃ + এব = অতএব, শিরঃ + উপরি = শিরোপরি ইত্যাদি।
সম্পূর্ণ পড়তে এখানে ক্লিক করুন