১। বাগধারার অপর নাম কী ?
(ক) স্বরভঙ্গি।
(খ) বাগভঙ্গি।
(গ) বাগবিধি।
(ঘ)বাগকলা।
Answer : (গ) বাগবিধি।
২। 'পটল তোলা শব্দের অর্থ কী?
(ক) ফল পাওয়া।
(খ) দেখা।
(গ) শাখা।
(ঘ) মারা যাওয়া।
Answer : (ঘ) মারা যাওয়া।
৩। 'অত্যন্ত অলস' - বুঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
(ক) কুঁড়ের বাদশা।
(খ) রাঘব বোয়াল।
(গ) চাটুকার।
(ঘ) ফুলবাবু।
Answer : (ক) কুঁড়ের বাদশা।
৪। কোন বাগধারাটির অর্থ 'নিলজ্জ'?
(ক) চিনির বলদ।
(খ) কান কাটা।
(গ) ঠোঁটকাটা।
(ঘ) জিলাপির প্যাঁচ।
Answer : (খ) কান কাটা।
৫। ‘ক্ষণস্থায়ী' বুঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
(ক) পুকুরচুরি।
(খ) ভরাডুবি।
(গ) মগের মুল্লুক।
(ঘ) বালির বাঁধ।
Answer : (ঘ) বালির বাঁধ।
৬। ভাগ্য পরিবর্তন কোন বাগধারাটির অর্থ?
(ক) এলাহি কাণ্ড।
(খ) কড়ায় গণ্ডায়।
(গ) কপাল ফেরা।
(ঘ) আধকপালে।
Answer : (গ) কপাল ফেরা।
৭। শব্দের আভিধানিক অর্থই-
(ক) বাচ্যার্থ।
(খ) লক্ষ্যার্থ।
(গ) যোগ্যতা।
(ঘ) আসক্তি।
Answer : (ক) বাচ্যার্থ।
৮। যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?
(ক) বাচ্যার্থ।
(খ) লক্ষ্যার্থ।
(গ) মৌলিক অর্থ।
(ঘ) বাগধারা।
Answer : (খ) লক্ষ্যার্থ।
Read More