July 20, 2023

আদিকোষ ও প্রকৃতকোষ কাকে বলে?আদিকোষ ও প্রকৃতকোষের পার্থক্য,বৈশিষ্ট  

যেসব কোষে কোনো সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অনুপস্থিত, ফলে নিউক্লিয় পদার্থ সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে তাদেরকে আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে ।

Table of Contents

আদিকোষের উদাহরণ :-

ব্যাকটেরিয়ার কোষ, নীলাভ সবুজ শৈবালের কোষ ইত্যাদি ।

আদি কোষের বৈশিষ্ট্য

  • আদিকোষে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। এই জন্য এদেরকে আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়।
  • আদিকোষের কোষের নিউক্লিয়াস (nucleus) কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। যার ফলে নিউক্লিয়বস্তুটি সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত থাকে।
  • আদিকোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি যাৰ অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম উপস্থিত থাকে।
  • আদিকোষ নীলাভ সবুজ শৈবাল (Blue Green Algae,), ব্যাকটেরিয়ায় (Bacteria) এ ধরনের কোষে থাকে ।

আদি কোষের dna দেখতে কেমন

Read more...