January 22, 2024

আমাদের জাতীয় পতাকা - বাংলা প্রবন্ধ রচনা 

ভূমিকা:

প্রতিটি স্বাধীন জাতির জাতীয় পতাকা রয়েছে। জাতীয় পতাকা প্রমাণ করে দেশটি স্বাধীন ও সর্বময় রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। একটা দেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসন দান করে জাতির জন্যে মহাগৌরব বয়ে আনে জাতীয় পতাকা। জাতীয় পতাকা দুর্বল চিত্তের প্রাণে বল সঞ্চার করে, ভীরুকে সাহস দেয়, অকর্মণ্যকে করে কর্মঠ ও হতাশাগ্রস্তদের শোনায় আশার বাণী। তাই আমাদের জীবনে জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম।

জাতীয় পতাকার আকার ও আকৃতি:

বাংলাদেশের জাতীয় পতাকায় ঘন সবুজ রঙের ওপর উদীয়মান সূর্যের রঙের একটি লাল বৃত্ত রয়েছে । জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০: ৬। দৈর্ঘ্য যদি ৩০৫ সেন্টিমিটার (১০ ফুট) হয়, তবে প্রস্থ ১৮৩ সেন্টিমিটার (৬ ফুট) হবে। লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। আমাদের জাতীয় পতাকার ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক:

আমাদের দেশের নাম বাংলাদেশ। এটি একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। বহু সংগ্রাম ও রক্তদানের বিনিময়ে পরাধীনতার গ্লানি মুছে দুনিয়াতে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছি। স্বাধীনতা লাভের এই রক্তক্ষয়ী স্মৃতিই বহন করে লাল সবুজের পতাকা। আমাদের জাতীয় পতাকা বাঙালির সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ব্যক্ত করে ।

আরও পড়ুন