April 29, 2024

বাংলা প্রবন্ধ রচনা : বিদায় হজ । PDF

সূচনা :

দশম হিজরিতে হজের সময় মহানবি (স) মুসলিমদের উদ্দেশে তার জীবনের শেষ ভাষণ দেন। এতে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দেন। এটিই নবিজির ‘শেষ ভাষণ' বা 'বিদায় হজর ভাষণ' নামে খ্যাত।

ভাষণের ঘটনা :

আরবি যিলকাদ মাসের শেষ দিকে মহানবি (স) কয়েক হাজার অনুসারী নিয়ে হজের উদ্দেশ্যে যাত্রা করেন। একসময় আরাফাতের ময়দানে প্রায় দুই লক্ষ লোক সমবেত হলেন। সেখানেই 'জাবালে রহমত' নামের পাহাড়ে দাঁড়িয়ে মহানবি (স) তার উদ্দেশ্যে ভাষণ দিলেন ।

বিদায় হজের ভাষণ :

আল্লাহর প্রশংসা করে মহানবি (স) সেদিন যে কথাগুলো বলেছিলেন তা সংক্ষেপে নিচে তুলে ধরা হলো—

ক. মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে এবং নিজ নিজ কাজের হিসাব দিতে হবে।

খ. তোমাদের দাস-দাসীরাও আল্লাহর বান্দা। তাদের প্রতি সদয় থাকবে এবং নিজেদের সমান খেতে পরতে দেবে।

গ. অন্যায়, অবিচার ও পাপ থেকে দূরে থাকবে ।

ঘ. ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। অন্য ধর্মাবলম্বীদের ওপর নিজের ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না।

আরও পড়ুন