March 20

ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ ভাব সম্প্রসারণ - ২টি 

মূলভাব : ভোগের মধ্যে সুখ নেই- প্রকৃত সুখ বিরাজ করে ত্যাগের মাঝে ।

সম্প্রসারিত ভাব : ভোগ ও ত্যাগ যেন দু'টি আলাদা রাস্তা। একটি আত্মবনতির অন্যটি আত্মমুক্তির । ভোগের রাস্তায় গেলে আত্মবনতি ঘটে; ত্যাগের রাস্তায় গেলে ঘটে আত্মমুক্তি। ভোগ মানুষকে সংকুচিত করে আর ত্যাগ মানুষকে করে প্রসারিত। ভোগ মানব মনে লোভের জন্ম দেয়, লোভ থেকে আসে সীমাহীন দুঃখ । ত্যাগ মানুষকে পূর্ণতা এনে দেয়, এনে দেয় প্রশান্তি । পরের হিতার্থে যিনি নিজের জীবন বিলিয়ে দেন, পৃথিবীতে তিনি হন মহৎ, মরার পরে হন অমর ।

যারা ভোগের জন্য জীবন যাপন করে তারা শুধু পশুর মতো নিজের জীবন বাঁচানোর জন্য বাঁচে। তার এ বাঁচা মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায় । যারা ত্যাগ করে তারা বাঁচে পরের জন্য; মৃত্যুর পর তারা আবার অপরের প্রাণে সজীব হয়ে ওঠে। বিশ্বের মহামানবগণ আত্মত্যাগের মাঝেই মহৎ হতে পেরেছেন ।

আরও পড়ুন